আমুদরিয়া নিউজ: বেকসুর খালাসের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজি কর কাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়। তবে মামলাটি গ্রহণ করা হবে কিনা, তা নিয়ে সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চ আদালত। বিষয়টি নিয়ে আগামী ১৬ জুলাই শুনানি রয়েছে। ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিস। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার পায় সিবিআই। শিয়ালদহ আদালতে সঞ্জয়কেই মূল অভিযুক্ত বলে উল্লেখ করে চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সঞ্জয়কেই শিয়ালদহ আদালত দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
