আমুদরিয়া নিউজ: আরজি কর মেডিক্যাল কলেজের যে ঘরে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন জানিয়েছিল নির্যাতিতার পরিবার। বুধবার সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিল শিয়ালদা আদালত। নির্যাতিতার পরিবার দাবি করেছিলেন, ঘটনাস্থল বা ‘প্লেস অফ অকারেন্স’ পরিদর্শন করতে চান তাঁরা। নিজেদের বিশেষজ্ঞ টিমও সেখানে নিয়ে যেতে চেয়েছিলেন। প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও পরে নির্দেশমতো শিয়ালদহ আদালতে এই মামলার শুনানি হয়। বুধবার বিচারক অরিজিৎ মণ্ডলের বেঞ্চ সেই আর্জি খারিজ করে দিয়েছে। বিচারক বলেন, সিবিআই এই ঘটনার তদন্ত করছে। এর পরেও পরিবার কী করে এই আবেদন জানায়? নির্যাতিতার বাবা-মা কি পৃথক এবং সমান্তরাল কোনও তদন্ত চাইছেন? বিচারকের স্পষ্ট বক্তব্য, “আপনারা যে যাবেন, সেটার একটা কারণ তো থাকবে। একটি দিকের তদন্ত চলছে। এই আদালত অনুমোদন করতে পারে না। আপনারা উচ্চ আদালতে যেতে পারেন।” পরিবারের এই আবেদনে কেন আপত্তি করেনি সিবিআই সেই প্রশ্নও তুলেছে আদালত। বিচারক বলেন, “সিবিআই-এর অবস্থা খুব শোচনীয়। আমি বুঝতে পারছি না কেন সিবিআই নো অবজেকশন দিল?”
