আমুদরিয়া নিউজ: মাঠে না নেমেও বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি। বুধবার আইসিসি প্রকাশ করেছে নতুন টি-টোয়েন্টি ব্যাটিং রেটিং পয়েন্ট। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতের হয়ে ছোট ফরম্যাটকে বিদায় জানিয়েছেন কোহলি। অবসরের এত দিন পরেও টি-টোয়েন্টি ক্রমতালিকায় পয়েন্ট বেড়েছে তাঁর। বিরাট কোহলির পয়েন্ট ৯০৯। এর আগে ৮৯৭ পয়েন্ট ছিল তাঁর। সেখান থেকে ৯০৯ পয়েন্ট পেয়ে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্টের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। টেস্টে কোহলির সর্বাধিক পয়েন্ট ৯৩৭। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে প্রায় ৬০০ রান করার পর এই পয়েন্ট পেয়েছিলেন তিনি। সেই সফরের পরেই এক দিনের ক্রিকেটেও সর্বাধিক ৯০৯ পয়েন্ট পেয়েছিলেন তিনি। কোহলিই বিশ্বের একমাত্র ক্রিকেটার যাঁর তিনটে ফরম্যাটেই সর্বাধিক পয়েন্ট ৯০০-এর বেশি।