আমুদরিয়া নিউজ: লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে দায়িত্ব ছাড়তে চেয়ে সোমবার বিকেলে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গৃহীত হল সেই ইস্তফাপত্র। মঙ্গলবার দুপুরেই তা গ্রহণ করেছেন তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণের জায়গায় এবার মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছে বারাসতের দীর্ঘদিনের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারকে। পাশাপাশি কাকলির ছেড়ে যাওয়া পদ অর্থাৎ লোকসভায় উপ দলনেতা বা ডেপুটি লিডার হলেন বীরভূমের তারকা সাংসদ শতাব্দী রায়। তৃণমূল কংগ্রেসের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে এই খবর নিশ্চিত করা হয়েছে। এদিকে দলের নির্দেশ পেয়ে মঙ্গলবার থেকেই দায়িত্ব পালন শুরু করেছেন কাকলি। এদিন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেন বারাসতের সাংসদ।
