আমুদরিয়া নিউজ: ভগবান হনুমানকে ভুয়ো হিন্দু দেবতা বলে কটাক্ষ ছুঁড়লেন রিপাবলিকান নেতা আলেকজান্ডার ডানকান। তাঁর মতে, খ্রিস্টান দেশে হিন্দু দেবতার মূর্তি থাকাই উচিত নয়। টেক্সাসের একটি হনুমান মূর্তি ঘিরে বিতর্কের সূত্রপাত। গত বছরই উন্মোচন করা হয়েছিল টেক্সাসের এই হনুমানমূর্তি। আমেরিকার উচ্চতম হিন্দু মূর্তিগুলির মধ্যে এটি অন্যতম। সবমিলিয়ে আমেরিকার তৃতীয় উচ্চতম মূর্তি এটি। সেই মূর্তি নিয়ে ট্রাম্পের দলের নেতা এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এক ভুয়ো হিন্দু দেবতার ভুয়ো মূর্তি, সেটা টেক্সাসে থাকার অনুমতি দেব কেন আমরা? আমরা তো খ্রিস্টান রাষ্ট্র।’ ডানকানের এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। আমেরিকার হিন্দু সংগঠনের তরফে এক্স হ্যান্ডেলে বলা হয়, এহেন মন্তব্য প্রবল হিন্দুবিদ্বেষী এবং উসকানিমূলক। প্রসঙ্গত, সাংবিধানিকভাবে বা সরকারিভাবে আমেরিকা খ্রিস্টান দেশ নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক খ্রিস্টধর্ম পালন করেন।
