আমুদরিয়া নিউজ: আগস্ট মাসে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার। ইতিমধ্যে সূচিও প্রকাশ করে দিয়েছে বিসিসিআই। ১৭ থেকে ৩১ অগস্টের মধ্যে তিনটি করে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট দলের এই সফর বাতিল হতে পারে।পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক এবং সামরিক উত্তেজনার বাইরে নয় বাংলাদেশও। এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের ক্রিকেট অনিশ্চিত হয়ে পড়েছে। বোর্ডের এক সূত্র একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “এই সফরটা ক্যালেন্ডারের অংশ ঠিকই, কিন্তু এখনও কিছু চূড়ান্ত নয়। ফলে এই অবস্থায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সফরে ভারতীয় দল বাংলাদেশে নাও যেতে পারে। তবে এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”