আমুদরিয়া নিউজ : ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চলতি বছরে চীন সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এরপর ভিসা সংক্রান্ত নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিসা সমস্যার কারণে গত চার বছরে ভারতীয় ইলেকট্রনিক্স শিল্পে প্রায় ১৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। চীন থেকে যন্ত্রপাতি ও দক্ষ কর্মী না আসায় একাধিক চীনা সংস্থার ভারতে সম্প্রসারণ পরিকল্পনা থমকে ছিল।