আমুদরিয়া নিউজ : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক সদস্য দেশ ইসরায়েলের সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। নিরাপত্তা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্তকে সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়। সোমালিয়ার প্রতিনিধি বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘ সনদের পরিপন্থী। তুরস্ক, আলজেরিয়া, চীন সহ বিভিন্ন দেশও একই অবস্থান নেয় এবং আফ্রিকার স্থিতিশীলতার ওপর এর নেতিবাচক প্রভাবের আশঙ্কা প্রকাশ করে। যদিও ইসরায়েল দাবি করেছে, তাদের সিদ্ধান্ত কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার অংশ।