আমুদরিয়া নিউজ: আরসিবি’র আইপিএল জয়ের উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করল আরসিবি। যে ১১জন ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন, তাঁদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরই একটি পার্শ্ব সংস্থা আরসিবি কেয়ার্সের তরফে মৃতদের পরিবারকে এই ২৫ লক্ষ টাকা দেওয়া হবে। আরসিবির তরফে সমাজ মাধ্যমে ঘোষণা করা হয়েছে, ‘‘৪ জুন, ২০২৫ তারিখে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। আমরা আরসিবি পরিবারের এগারো জন সদস্যকে হারিয়েছি। তাঁরা আমাদেরই অংশ ছিলেন। এঁরাই আমাদের শহর, আমাদের সম্প্রদায় এবং আমাদের দলকে অনন্য করে তোলেন। এঁদের না-থাকাটা আমাদের প্রত্যেকের মধ্যে প্রতিধ্বনিত হবে। এঁদের শূন্যস্থান কোনও কিছু দিয়ে ভরাট করা সম্ভব নয়। তবু প্রথম পদক্ষেপ হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে আরসিবি এঁদের পরিবারকে ২৫ লক্ষ টাকা দিচ্ছে।’’