আমুদরিয়া নিউজ: রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলা! জানা যাচ্ছে পাকিস্তান সুপার লিগের ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ড্রোন হামলা হয় সেখানে। ম্যাচ অন্যত্র সরিয়ে দিতে বাধ্য হল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)এর দুই দল পেশোয়ার জ়ালমি এবং করাচি কিংসের ম্যাচ ছিল বৃহস্পতিবার। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে রাত ৮টা থেকে তা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আচমকা স্টেডিয়ামে ড্রোন হামলা হয় বলে অভিযোগ।
সূত্রের খবর, ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একাংশ ভেঙে পড়েছে। ফলে সেখানে আপাতত আর ম্যাচের আয়োজন করা যাবে না। পিসিবি জানিয়েছে, পিএসএলের যে ক’টি ম্যাচ বাকি আছে, তা করাচি স্টেডিয়ামে হবে। জানা গিয়েছে, সন্ধে ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাওয়ালপিন্ডিতে ব্ল্যাকআউট। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে।