আমুদরিয়া নিউজ: ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার কথা ছিল রবিচন্দ্রন অশ্বিনের। তবে চোটের কারণে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন অশ্বিন। মঙ্গলবার এক বিবৃতি দিয়ে তিনি জানান, অনুশীলন করতে গিয়ে হাঁটুতে চোট লেগেছে। চিকিৎসক জানিয়েছেন, তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। তাই আসন্ন টুর্নামেন্টে খেলতে পারবেন না। ২.৪৫ কোটি টাকার বিনিময়ে বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার দলে সুযোগ পান তিনি। এ বারের বিগ ব্যাশ ১৪ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে।