আমুদরিয়া নিউজ: ভারতে সমালোচকদের থেকে প্রশংসা পাওয়ার পর এবার বিদেশের মাটিতে সম্মানিত হতে চলেছে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। সম্প্রতি একটি পোষ্টের মাধ্যমে সে কথাই জানান পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। বোস্টন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ক্রিটিক্স অ্যাওয়ার্ড পেতে চলেছে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। সেইসঙ্গে পরিচালক রুক্মিণী মৈত্র, প্রতীক চক্রবর্তী এবং বিনোদিনী ছবির গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি ধন্যবাদ জানিয়েছেন জুড়ি মেম্বারদের, যাদের তত্ত্বাবধানে এই পুরস্কার পেতে চলেছে বিনোদিনী। চলতি বছরের ২৩ জানুয়ারি মুক্তি পায় এই ছবি। থিয়েটারের সম্রাজ্ঞী বিনোদিনী দাসীর জীবনকে পর্দায় তুলে ধরেছিলেন রামকমল।
