আমুদরিয়া নিউজ: ফের একবার প্যারোলে মুক্তি পেলেন ধর্ষণে সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিম। তাঁকে ৪০ দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছে। দুই শিষ্যাকে ধর্ষণে ২০১৭ সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন ডেরা প্রধান। ২০ বছরের সাজা দেওয়া হয়েছে তাঁকে। তার পর থেকেই হরিয়ানার রোহতকের জেলে বন্দি। কিন্তু এই সাত বছরে মধ্যে অন্তত ১৪ বার প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। চলতি বছরের ৯ এপ্রিল রাম রহিম ২১ দিনের প্যারোলে মুক্তি পান। তার আগে জানুয়ারিতে তিনি ২০ দিনের প্যারোলে মুক্ত হন। মঙ্গলবার সকালে জেলের বাইরে আসেন হরিয়ানার স্বঘোষিত গুরু। জেল সূত্রে খবর, মুক্তি পাওয়ার পরই সিরসায় ডেরা সচ্চা সৌদা-র আশ্রমের উদ্দেশে রওনা হন রাম রহিম।
