আমুদরিয়া নিউজ: ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে সোমবার বোলপুরে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কবিগুরুর ছবি হাতে মিছিলে হাঁটলেন তৃণমূল নেত্রী। কখনও আবার বাংলার ‘ব’ অক্ষর, কখনও বিদ্যাসাগর, কখনও কাজী নজরুল ইসলামের ছবি তুলে নিলেন হাতে। উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শতাব্দী রায় সহ তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁরা বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের ছবি হাতে মিছিলে শামিল হন। অনেকের হাতে ছিল বাংলা অক্ষরের কাটআউট। দীর্ঘ চার কিলোমিটার পথের দু’পাশে ঘিরে থাকা জনতার উদ্দেশে স্বভাবসুলভ ভঙ্গিতে হাত নাড়তেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
