আমুদরিয়া নিউজ: দু’দিনের সফরে রবিবার মরক্কোয় গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই প্রথমবার কোনও ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মরক্কো সফরে গিয়েছেন। সেখানে গিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) খুব শীঘ্রই ভারতের অংশ হবে বলে দাবি করলেন রাজনাথ। প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় রাজনাথ বলেছেন, “পাক অধিকৃত কাশ্মীর খুব শীঘ্রই ভারতের অংশ হবে। সেখানকার মানুষ ইতিমধ্যেই সেই দাবি তুলতে শুরু করেছেন।” রাজনাথের সংযোজন, “পাঁচ বছর আগে আমি কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনার এক অনুষ্ঠানে বলেছিলাম পাক অধিকৃত কাশ্মীর দখল করতে আমাদের আক্রমণ করার প্রয়োজন নেই। ওটা এমনিতেই আমাদের হবে। পাক অধিকৃত কাশ্মীরও বলবে, আমরা ভারতের অংশ। ওই দিন আসতে চলেছে।” মরক্কোয় টাটা অ্যাডভান্সড সিস্টেমসের নতুন কারখানার উদ্বোধন করবেন রাজনাথ যেটি হবে আফ্রিকা মহাদেশে প্রথম ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র।
