আমুদরিয়া নিউজ : রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তী আজ অফিসিয়ালি বিজেপিতে যোগ দিলেন। দীর্ঘদিন ধরেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও বিতর্ক ছিল। তৃণমূল ছাত্র পরিষদ থেকে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। এরপর থেকেই তারা নিজস্ব রাজনৈতিক পথ খুঁজে বের করার চেষ্টা করছিলেন। আজকির অনুষ্ঠানে রাজ্যের কয়েকজন স্থানীয় বিজেপি নেতা উপস্থিত ছিলেন এবং নতুন দলে স্বাগত জানিয়েছেন। রাজন্যা ও প্রান্তিক জানিয়েছেন, তারা রাজ্যের যুব ও ছাত্রসংগঠনকে শক্তিশালী করতে কাজ করবেন এবং স্থানীয় ইস্যুগুলোতে মানুষের কণ্ঠস্বর তুলে ধরবেন।