আমুদরিয়া নিউজ: ‘অপরাজিতা বিল’কে অতি নিষ্ঠুর আখ্যা দিয়ে ফেরত পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গত বছর অগস্ট মাসে আরজি করে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এরপরই ধর্ষণের মতো নারী বিরোধী ঘটনা রুখতে কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে অপরাজিতা বিল এনেছিল রাজ্য। বিল আগেই বিধানসভায় পাশ হয়ে গিয়েছে। তা অনুমোদনের জন্য রাজ্যপালের দরবারে পাঠানো হয়েছিল। দীর্ঘ সময় পরও বিলটি সই না করে ফেরত পাঠানো হয়েছে। রাজভবন সূত্রে খবর, ধর্ষণ-খুনের মতো গুরুতর অপরাধে ‘অপরাজিতা বিলে’ যে ফাঁসির সাজার বিধান রয়েছে, তা ‘অতিরিক্ত নিষ্ঠুর’। সূত্রের আরও খবর, রাজ্যপালের মতে বিলটির বেশ কিছু ধারা সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিচ্ছে না। আর সম্ভবত সেই কারণে বিলে অনুমোদন দেওয়া হল না।
