আমুদরিয়া নিউজ: রেলযাত্রীদের দারুণ সুযোগ দিতে চলেছে ভারতীয় রেল। এবার থেকে টিকিট কাটার পরেও ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন যাত্রীরা। গুনতে হবে না কোনও বাড়তি টাকা! প্রথম বার ভারতীয় রেল এমন সুযোগ যুক্ত করতে চলেছে। বর্তমানে, টিকিট কাটার পর যদি কোনও কারণে যাত্রার তারিখ পরিবর্তন করতে হয়, তবে পুরনো টিকিট বাতিল করে আবার নতুন তারিখে নতুন করে টিকিট কাটতে হয়। এর ফলে যাত্রীদের আর্থিক ক্ষতির মুখেও পড়েন। কারণ টিকিট বাতিল করতে গেলে, নির্দিষ্ট কিছু টাকা কাটা হয় রেলে তরফে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথায়, ‘‘এই ব্যবস্থা অন্যায্য। যাত্রীদের স্বার্থের পরিপন্থী। তাই এই ব্যবস্থার পরিবর্তনের পথে হাঁটছে রেল।’’ আগামী বছরের জানুয়ারি থেকে এই নতুন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
