আমুদরিয়া নিউজ: চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে সব রাজনৈতিক দল নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি করে এগোচ্ছে। কংগ্রেস বিহারের মহিলাদের মন জয়ে এক বিরাট উদ্যোগ নিয়েছে। ভোটের আগেই চালু হয়েছে ‘প্রিয়দর্শিনী উড়ান যোজনা’। এই প্রকল্পের আওতায় রাজ্যের পাঁচ লক্ষেরও বেশি মহিলাকে স্যানিটারি প্যাড বিতরণ করা হচ্ছে। এই নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিতর্কের মূল কারণ, এই প্যাডের প্যাকেটে রাহুল গান্ধীর ছবি! প্যাকেটের গায়ে লেখা ‘মা-বোনেদের সম্মান যোজনা’! কেবল রাহুল গান্ধীর ছবি নয়, কংগ্রেসের একটি নির্বাচনী প্রতিশ্রুতিও ছাপা রয়েছে। লেখা আছে, অবহেলিত পরিবারের মহিলাদের জন্য প্রতি মাসে ২,৫০০ টাকার আর্থিক সাহায্যের কথা। কংগ্রেসের এই কীর্তিতে উঠেছে সমালোচনার ঝড়। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী টুইট করে লেখেন, “স্যানিটারি প্যাডে রাহুল গান্ধির ছবি দিয়ে বিহারের মহিলাদের অপমান! কংগ্রেস একটি নারী-বিরোধী দল! বিহারের মহিলারা কংগ্রেস এবং আরজেডিকে উচিত শিক্ষা দেবেন”। যদিও এই বিষয়ে রাহুল বা কংগ্রেসের কোনও নেতা এখনও পর্যন্ত মন্তব্য করেননি।