আমুদরিয়া নিউজ: ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই সংঘর্ষের জেরে পুঞ্চে অনেক শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে। এরকম পরিবার হারানো ২২ শিশুর লেখাপড়ার যাবতীয় খরচ দেওয়ার সিদ্ধান্ত নিলেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জানা যাচ্ছে, মে মাসে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। তখনই স্থানীয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করে এইসব শিশুর তালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন। এরপর দলীয়ভাবে সার্ভে ও সরকারি রেকর্ডের সঙ্গে মিলিয়ে ২২ শিশুর চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। অবশেষে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব নিলেন কংগ্রেস সাংসদ। জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেসের সভাপতি হামিদ কাররা জানিয়েছেন, “এই ২২ জন বাচ্চার পড়াশুনার জন্য প্রথম কিস্তির অর্থ বুধবারই দেওয়া হবে। যতদিন না তারা স্নাতক হচ্ছে ততদিন এই আর্থিক সাহায্য জারি থাকবে।” জানা গিয়েছে লোকসভার বিরোধী দলনেতা তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ওই ২২ শিশুর পড়াশুনোর খরচ চালাবেন।
 
			 
					 
		 
		 
		 
		