আমুদরিয়া নিউজ : লোকসভায় নির্বাচনী সংশোধন প্রক্রিয়া (এসআইআর) নিয়ে আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রক্রিয়া থেকে দেশের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি—এই তিন সদস্যের কমিটিতে বিরোধী পক্ষের মতামত কার্যত গুরুত্ব পায় না।
রাহুল আরও অভিযোগ করেন, নতুন আইনে নির্বাচন কমিশনাররা সরকারি ক্ষমতার বলে নেওয়া সিদ্ধান্তের জন্য দায়মুক্তি পাচ্ছেন। তাঁর দাবি, নির্বাচনের দিনক্ষণও ঠিক হচ্ছে প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী। সিসিটিভি ফুটেজ ৪৫ দিন পর নষ্ট করার নিয়ম নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ভোটের আগে সব দলকে তথ্য সরবরাহ, সিসিটিভি সংরক্ষণ আইন প্রত্যাহার এবং ইভিএম পরীক্ষা করার সুযোগ দেওয়ার মতো চার দফা দাবি জানান রাহুল। এ দিন এসআইআরের আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেসের মণীশ তিওয়ারি।