আমুদরিয়া নিউজ: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ৭ লোককল্যাণ মার্গের দফতরে আসেন রাহুল। কী নিয়ে বৈঠকে বসেছেন তাঁরা? সরকারি সূত্রে খবর, সিবিআই প্রধান নির্বাচনের জন্য বৈঠকে বসেছেন তাঁরা। ওই কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি এবং লোকসভার বিরোধী দলনেতা। প্রাথমিকভাবে দুই বছরের মেয়াদে সিবিআই প্রধান নিয়োগ করা হয়। মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। উল্লেখ্য, বর্তমান সিবিআই প্রধান প্রবীণ সুদের কার্যকাল শেষ হবে ২৫ মে।
