আমুদরিয়া নিউজ :হ্যাঁ, বাঁদুড়ের কামড়ে হতে পারে জলাতঙ্কের মতো রোগ। তা থেকে মৃত্যুও হয়। অস্ট্রেলিয়ার এক প্রজাতির বাঁদুড় লিসা ভাইরাস বহন করে। যা জলাতঙ্ক ভাইরাসের মতো বিপজ্জনক। সম্প্রতি অষ্ট্রেলিয়ার উত্তর নিউ সাউথ ওয়েলসের এক ব্যক্তি মারা গেছেন ওই বাঁদুড়ের কামড়ের পরে।
কয়েক মাস আগে ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে একটি বাঁদুড় কামড়েছিল। সেই সময় তিনি চিকিৎসা করিয়েছেন। বৃহস্পতিবার, ওই ব্যক্তির মৃত্যু হয়। তাই অষ্ট্রেলিয়া সরকার ওই প্রজাতির বাঁদুড়ের সংস্পর্শ এড়াতে অনুরোধ করেছে।
অস্ট্রেলিয়ান বাঁদুড়ের লিসা ভাইরাস বিরল ধরণের ভাইরাস। ১৯৯৬ সালের মে মাসে উত্তর নিউ সাউথ ওয়েলসের একটি বাঁদুড়ের শরীরে এটি প্রথম শনাক্ত করা হয়েছিল। এটি অস্ট্রেলিয়ার একমাত্র লিসা ভাইরাস।
অস্ট্রেলিয়ায় উড়ন্ত শিয়াল, ফলাহারী বাঁদুড় এবং কীটপতঙ্গ ভূক মাইক্রো-বাঁদুড়ের মধ্যে এই ভাইরাস পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার যে কোনো বাঁদুড় এই ভাইরাস বহন করতে পারে বলে সে দেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে।
মানুষ কীভাবে এটি সংক্রামিত হয়?
বাদুড় কামড়ালে বা আঁচড় দিলে মানুষ ভাইরাসে আক্রান্ত হয়। বাঁদুড় তাদের লালার মাধ্যমে ভাইরাস বহন করে। যদি লালা কোনও ভাবে মানব শরীরের কোনও ক্ষতস্থানের সংস্পর্শে এলে সংক্রমণের আশঙ্কা থাকে।

বাঁদুড়ের কামড়ে জলাতঙ্কের মতো রোগ, মৃত্যু
Leave a Comment