আমুদরিয়া নিউজ: অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরলেন দক্ষিণ আফ্রিকার তারকা কুইন্টন ডি কক। ২০২৩ বিশ্বকাপের পর ৫০ ওভারের ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন ডি’কক। তবে সাদা বলে তিনি শেষ বার খেলেছিলেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে, ভারতের বিরুদ্ধে। সেই ফরম্যাট থেকে অবসর নেননি ঠিকই। তবে পরবর্তীকালে টি-টোয়েন্টি সিরিজ়ের দলে তাঁকে নেওয়া হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সফরে অবসর ভেঙে ওডিআই খেলবেন তিনি ৷ সঙ্গে তাঁকে নেওয়া হল সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডেও৷ তার আগে নামিবিয়ার বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচেও খেলবেন এই উইকেটরক্ষক-ব্যাটার। দক্ষিণ আফ্রিকার হেডকোচ শুকরি কনরাড বলেন, “সাদা বলের ক্রিকেটে কুইন্টনের প্রত্যাবর্তন আমাদের জন্য দারুণ খবর। ওর মতো ক্রিকেটার ফিরে আসায় দলেরই লাভ।”