আমুদরিয়া নিউজ: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে আটকে গেলেন পি ভি সিন্ধু। ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদানির বিরুদ্ধে তিন গেমের লড়াইয়ে হারলেন সিন্ধু (১৪-২১, ২১-১৩, ১৬-২১)। নবম বাছাই ওয়ারদানির কাছে প্যারিসে প্রথম থেকেই পিছিয়ে পড়েন ভারতীয় শাটলার। প্রথম সেটেই ১৪-২১ ব্যবধানে হারেন তিনি। দ্বিতীয় গেমে ফেরেন সিন্ধু। ২১-১৩ জেতেন তিনি। তৃতীয় সেটেও একটা সময় পর্যন্ত লড়াইয়ে ছিলেন সিন্ধু। ১৭-১৬ স্কোরে সিন্ধু যখন পিছিয়ে ছিলেন, তখন ওয়ারদানি পরপর চারটি পয়েন্ট তুলে নিয়ে শেষ চারে উঠে যান। ভারতের মিক্সড ডাবলস জুটি তানিশা ক্রাস্টো এবং ধ্রুব কপিলা জুটিও বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকে। যদিও এখনও পুরুষদের ডাবলসে আশার আলো দেখাচ্ছে সাত্ত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টির জুটি।