আমুদরিয়া নিউজ : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদকের কারবারে যুক্ত বলে প্রায় যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। এই অবস্থায় ভেনেজুয়েলার প্রেসিডেন্টের পাশে দাঁড়ালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তিনি জানান, তাঁর দীর্ঘদিনের বন্ধু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তিনি সমর্থন করে যাবেন। তা নিয়ে তিনি ফোনে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন বলে জানান পুতিন।