আমুদরিয়া নিউজ: সম্প্রতি আলাস্কায় বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন ঘণ্টা দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হয়। বৈঠকে কী কথা হয়েছে, ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়টি সমাজমাধ্যমে পোস্ট করে জানান মোদি। এক্স পোস্টে মোদি পুতিনকে লেখেন, “ফোন করার জন্য বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ। আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর সাম্প্রতিক আলোচনার বিষয়বস্তু আমার সঙ্গে ভাগ করেছেন। ভারত সবসময় ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। আর এই ইস্যুতে যেকোনও প্রচেষ্টাকে ভারত সমর্থন করে।” ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প দাবি করেন, আলোচনা বড় অগ্রগতি হয়েছে। কিন্তু বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনও সমাধানসূত্র বেরোয়নি বলেই খবর। এবার ইউক্রেনের প্রেসিডেন্টের ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকে কোনও সমাধান সূত্র বের হয় কিনা সেটাই দেখার।
