আমুদরিয়া নিউজ : পুষ্পা টু, গেম চেঞ্জার সিনেমার দুই প্রযোজকের বাড়িতে আয়কর মন্ত্রকের তল্লাশি হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে দীর্ঘ সময় তল্লাশি হয়েছে। একই সময়ে আরও অন্তত ৫৩টি জায়গায় বেশ কয়েকজন সিনেমা প্রযোজকের বাড়ি, অফিসে তল্লাশি হয়েছে। একটি ওয়েব চ্যানেলে এ সংবাদ প্রকাশিত হয়েছে। তবে তল্লাশিতে কি কি মিলেছে তা এখনও সামনে আসেনি।
 
					 
			 
		 
		 
		 
		