আমুদরিয়া নিউজ : চাকরি ছাড়ার জন্য বিশেষজ্ঞ সংস্থার সাহায্যের কথা সচরাচর শোনা যায় না। কিন্তু সদ্য স্নাতক, কমবেশি কুড়ির আশেপাশে যারা তাদের ক্ষেত্রে চাকরি ছাড়ার প্রবণতা রীতিমতো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে জাপানে। এ ভাবে চাকরি ছাড়ার পদ্ধতিকে বলা হচ্ছে প্রক্সি রেজিগনেশন। টোকিয়োতে মোমুরি নামের একটি সংস্থা রয়েছে। গত ২ বছর ধরে নির্দিষ্ট টাকার বিনিময়ে চাকরি ছাড়তে চাওয়া কর্মীদের এই পরিষেবা দিচ্ছে মোমুরির মতো প্রায় ১০০ সংস্থা।
দেশের ৬ জনের মধ্যে প্রতি ১ জন চাকরি ছাড়তে এ রকম সংস্থার সাহায্য নিচ্ছেন। বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে মোমুরির মতো সংস্থার সঙ্গে যোগাযোগ করে নিজেদের সমস্যার কথা তুলে ধরছেন কর্মীরা। আবেদনকারীর থেকে বিস্তারিত জেনে নিয়ে মোমুরির কর্মীরা ফোন করে আবেদনকারীর ইস্তফা নিয়ে আলোচনা করেন। স্থায়ী কর্মীদের ইস্তফার জন্য ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১২ হাজার টাকা নেন পরামর্শদাতারা। আর অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে তা প্রায় ৭ হাজার টাকা। কোভিড পরবর্তী জীবনধারার পরিবর্তনের জন্যই এই প্রবণতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যার দরুন জাপানে কর্মীর অভাব দেখা দিচ্ছে জাপানে।