আমুদরিয়া নিউজ: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় এক বছর পূর্তিতে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। সেই ডাকে সাড়া দিয়ে তাতে যোগ দিয়েছে বিজেপি। এই অভিযান ঘিরে তুলকালাম বাঁধল এদিন। নবান্ন অভিযান আটকাতে ত্রি-স্তরীয় ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল। আন্দোলনকারীরা সেই ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার ক্রমাগত চেষ্টা করতেই উত্তপ্ত হয়ে উঠে নবান্ন চত্বর থেকে সাঁতরাগাছি। প্রতিবাদীরা সেই ব্যারিকেড সরাতেই শুরু হয় পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি। প্রতিবাদীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করে। সেই সময়েই নির্যাতিতার মা আঘাত পান বলে দাবি। অভিযোগ, ধস্তাধস্তির সময় মহিলা পুলিশকর্মীদের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপালে চোট লাগে। এরপর পার্ক স্ট্রিটে অবস্থান বিক্ষোভে শামিল হন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল-সহ বিজেপি নেতানেত্রীরা।
