আমুদরিয়া নিউজঃ বাংলাদেশের সম্মিলিত সনাতন জোটের প্রধান মুখপাত্র ও ইসকনের সন্ত চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদ ক্রমশ জোরালো হচ্ছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জায়গায় এর প্রতিবাদে মিছিল, অবস্থান বিক্ষোভ, স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশের বর্তমান সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসের কুশ পুতুল দাহ করেও বিক্ষোভ দেখান সনাতনীরা। এদিন শিলিগুড়ি শহরে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদে মিছিল করা হয়। মিছিলের থেকে প্রভুর নিঃশর্ত মুক্তি ও বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর আক্রমণ ও অত্যাচার বন্ধের দাবি তোলা হয়। শিলিগুড়ি শহরের বাঘা যতীন পার্ক এলাকা থেকে এই মিছিল শুরু হয় মহকুমা শাসকের দফতরে যায়। সংগঠনের পক্ষ থেকে সেখানে স্মারকলিপি জমা দেওয়া হয়।
একই দাবিতে এদিন মিছিল হয় ফালাকাটাতেও। মিল রোড থেকে এদিন প্রতিবাদ মিছিল শুরু হয়। শহর পরিক্রমা করে মিছিল ফালাকাটা ভিডিও অফিসে এসে থামে। সেখানেও হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে স্মারক লিপি জমা দেওয়া হয়। এদিনের মিছিল থেকে সনাতনী হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে মহম্মদ ইউনুসের বিরুদ্ধে ধিক্কার ও হুশিয়ারি দেওয়া হয়। পথে বসে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ইসলামপুরেও এদিন প্রতিবাদ মিছিল করে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের পক্ষ থেকে শহরের চৌরঙ্গী মোড় রাধা গোবিন্দ মন্দিরের সামনে থেকে মিছিল শুরু হয়ে বাস স্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এদিন মিছিল থেকে বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর আক্রমণের তীব্র নিন্দা করা হয়।
পাশাপাশি চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদ ও বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ বন্ধের দাবি জানানো হয়। এদিন মিছিল শেষে বাংলাদেশের বর্তমান সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসের কুশ পুতুল দাহ করে বিক্ষোভ দেখান সনাতনী হিন্দুরা। এছাড়াও উত্তরবঙ্গের আরও অনেক জায়গায় চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সুর চড়িয়েছেন বিক্ষোভকারী সনাতনীরা।