আমুদরিয়া নিউজ: আস্ত অজগর গলায় জড়িয়ে সকলকে চমকে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো সমাজ মাধ্যমে শেয়ার করেছেন ‘দেশি গার্ল’ । সেখানে দেখা যাচ্ছে, সাদা টপ আর ডেনিম জিন্স পড়ে গলায় আস্ত সাপ ঝুলিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা। আর সেই ছবি ও ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তার স্বামী নিক জোনাসকে কৌতুক করে বলতে শোনা যায়, ‘তোমার এই নতুন গয়না আমার সত্যিই খুব পছন্দ হয়েছে।’ উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘ধন্যবাদ, এটা গয়না নয়, এটা সত্যিকারের সাপ।’ বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার হাতে। ভারতে, তিনি এসএস রাজামৌলির সঙ্গে মহেশবাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার চলচ্চিত্রে অভিনয় করছেন। যা ২০২৭ সালে মুক্তি পাবে।
 
					 
			 
		 
		 
		 
		