আমুদরিয়া নিউজ : সংসদের শীতকালীন অধিবেশনে যে আদানি ইস্যুতে তোপ দাগতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট প্রস্তুতি নিচ্ছে তা এখন স্পষ্ট। বিরোধীরা মুলতুবি প্রস্তাব আনা, প্রয়োজনে সংসদ অচল করে দেওয়ার রাস্তায় হাঁটতে পারেন বলে আশঙ্কা রয়েছে অনেকেরই।
সম্ভবত, সে কথা মাথায় রেখেই সংসদের শীতকালীন অধিবেশনের শুরুর দিন, সোমবার বিরোধী জোটে চিড় ধরানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধিবেোশনের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, গত লোকসভা ভোটের পরে কয়েকটি রাজ্যে নির্বাচন হয়েছে। সেখানে জনতা আমাদের আরও শক্তি দিয়ে সমর্থন করেছে। তিনি জানান, তাঁরা আমজনতার আশা-আকাঙ্খা পূরণ করার জন্য ঘাম ঝরাচ্ছেন। তিনি বিরোধী দলের সদস্যদেরও আমজনতার স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করার পথে হাঁটার কথা বলেছেন।
এর পরেই তিনি জানান, বিরোধীদের একাংশ সৌজন্য বজায রেখে সংসদে আলোচনা জারি রাখতে চান। কিন্তু, বিরোধীদের অন্য অংশ সেটা শুনতে চান না। এর পরেই প্রধানমন্ত্রী জানান, সংসদে নতুন যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের বক্তব্য রাখার সুযোগ যাতে নষ্ট না হয় সে দিকে সকলে খেয়াল রাখবেন বলে তিনি আশা করেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী জানান, নতুন সাংসদদের বলার সুযোগ কেড়ে নেওয়া বলেই কিছু দলকে মানুষ বারবার প্রত্যাখান করে। বিরোধী ইন্ডিয়া জোটে অবশ্য আদানি ইস্যুতে সংসদে আলোচনার দাবি তোলার চেষ্টা চালিয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।