আমুদরিয়া নিউজ: দেশবাসীকে ছটপুজো উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে এক্স পোস্টে তিনি লেখেন, “নাহয়-খায় পবিত্র আচারের মাধ্যমে চারদিনের ছট উৎসব আজ শুরু হল। বিহার-সহ সমগ্র দেশের ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানাই। যাঁরা উপবাস পালন করছেন, তাঁদের সকলকে শ্রদ্ধা ও নমস্কার জানাই।” সেইসঙ্গে সঙ্গীতশিল্পী শারদা সিনহার একটি গানও শেয়ার করেছেন তিনি। হিন্দু উৎসবগুলির অন্যতম এই ছট পুজো। বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে ছট উৎসবে মেতে ওঠেন বহু মানুষ।