আমুদরিয়া নিউজ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রি-দেশ সফরের শেষ পর্বে আজ ওমানের উদ্দেশে রওনা দিয়েছেন। এর আগে তিনি জর্ডান ও ইথিওপিয়ায় সরকারি বৈঠক ও বাণিজ্য আলোচনায় অংশগ্রহণ করেছেন। ওমানে মোদি সুলতান হাইথম বিন তারিকের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, প্রতিরক্ষা ও নিরাপত্তা মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়াও, প্রধানমন্ত্রী ওমানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন এবং ভারতের আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করার চেষ্টা করবেন।