আমুদরিয়া নিউজ : কাজ পরিদর্শনে গোডাউনে এসছিলেন কোম্পানির এক কর্মকর্তা। তার সহকারী তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন সব। এক জায়গায় এসে তাঁরা দেখেন এক কর্মচারী একটা ড্রামের ওপর বসে বসে বিড়ি খাচ্ছে। সহকারী খুব বিরক্ত হন। কাছে ডাকেন ওই কর্মচারীকে। গর্জে উঠে বলেন, তোকে কাজ করার টাকা দেওয়া হয় না বিড়ি খাওয়ার ? কত মজুরি পাস ? কর্মচারী কাচুমাচু হয়ে বলে, ৮০০ টাকা। সহকারী পকেট থেকে টাকা বার করে বলেন, এই নে। তোকে আর কাজ করতে হবে না। এখান থেকে বিদেয় হ। বলে ঘাড় ধরে হেঁচড়ে বিদায় করেন ছেলেটিকে। সে চলে যেতেই আরেক কর্মচারীকে জিজ্ঞাসা করেন, কত দিন ধরে কাজ করছিল ওই ছেলেটা ? কর্মচারী বলে ওঠে, ও তো এখানে কাজই করে না। শুনে সহকারীর মুখ পাংশু হয়ে যায়। বুঝতে পারেন, এখনি টাকা মিটিয়ে যাকে বিদেয় করলেন সে এমনই আড্ডা মারতে এসছিল। সম্প্রতি ভাইরাল হওয়া এমনই একটি ফিল্মের দৃশ্য দেখে নেটিজেনরা না হেসে পারেন না।
