আমুদরিয়া নিউজ: আরজি কর-কাণ্ডের এক বছরে, শনিবার নবান্ন অভিযান বা কালীঘাট অভিযানের কেউ অনুমতি নেয়নি। শুক্রবার এ কথা স্পষ্ট জানাল কলকাতা এবং রাজ্য পুলিশ। শনিবার আরজি কর-কাণ্ডের নির্যাতিতার মা-বাবা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। ওই কর্মসূচিকে সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতা এবং রাজ্য পুলিশ জানাল, নবান্ন অভিযানের আয়োজকেরা এখনও কর্মসূচির জন্য কোনও অনুমতি চায়নি। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণ আন্দোলন হলে তাঁরা বাধা দেবেন না। কিন্তু হিংসাত্মক প্রতিবাদ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে আরও জানান হয়েছে, নবান্ন রাজ্য প্রশাসনের সদর দফতর। সেই ভবন এবং সংলগ্ন এলাকায় সব সময়ে উচ্চ পর্যায়ের নিরাপত্তা থাকে। তাই সেখানে প্রতিবাদ-মিছিল করা যাবে না। পরিবর্তে পুলিশ দু’টি বিকল্প জায়গার কথা বলেছে পুলিশ। একটি হল সাঁতরাগাছি বাসস্ট্যান্ড আর অন্যটি হল রানি রাসমণি চত্বর। এদিকে ‘অভয়া মঞ্চ’ শনিবারই কালীঘাট অভিযানের ডাক দিয়েছে। তবে পুলিশ কমিশনার মনোজ ভার্মা স্পষ্ট করে জানান, এই অভিযানও করা যাবে না। তবে তাদেরকেও প্রতিবাদের জন্য বিকল্প জায়গা বলে দেওয়া হয়েছে।
