আমুদরিয়া নিউজ: রাজ্যপাল এবং রাষ্ট্রপতিদের বিল পাশ করানোর সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু শীর্ষ আদালত এই ভাবে সময়সীমা বেঁধে দিতে পারে কি না, সুপ্রিম কোর্টকে চিঠি দিয়ে তা জানতে চাইলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের সর্বোচ্চ আদালতের কাছে ১৪ দফা প্রশ্নের উত্তরও চেয়েছেন তিনি। নিয়ম অনুযায়ী, এবার শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চকে রাষ্ট্রপতির ওই প্রশ্নগুলির জবাব দিতে হবে।গত মাসেই সুপ্রিম কোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ রায় দেয়, আইনসভায় পাশ করা কোনও বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। ওই বিল নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তাঁদের। সেই নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মাঝেই শীর্ষ আদালতকে এই চিঠি লিখলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রশ্ন করেছেন, ‘ভারতের সংবিধানের ২০০ অনুচ্ছেদের অধীনে একটি বিল পেশ করার সময় রাজ্যপাল কি মন্ত্রী পরিষদের সাহায্য ও পরামর্শ মেনে চলতে বাধ্য?’ তিনি সংবিধানের ৩৬১ অনুচ্ছেদের কথাও উল্লেখ করেন যেখানে বলা হয়েছে যে, রাষ্ট্রপতি বা রাজ্যপাল তাঁর ক্ষমতা এবং কর্তব্য পালনের জন্য কোনও আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন না। কোনও রাজ্যপালের সিদ্ধান্তে কি আদৌ বিচারবিভাগ হস্তক্ষেপ করতে পারে? রাজ্যপাল বা রাষ্ট্রপতির ক্ষমতা সুপ্রিম রায়ে খর্ব হচ্ছে না কিনা শীর্ষ আদালতের কাছে সেই ব্যাখ্যাও চেয়েছেন রাষ্ট্রপতি।
