আমুদরিয়া নিউজ: বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলিকে যুদ্ধ এড়িয়ে শান্তির লক্ষ্যে কাজের বার্তা দিলেন নতুন পোপ চতুর্দশ লিয়ো। পাশাপাশি ভারত-পাক সংঘর্ষবিরতিকে স্বাগত জানালেন তিনি। পোপ হওয়ার পর রবিবার প্রথম বিশ্বের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। সেন্ট পিটার্স স্কোয়ারে বিশ্বশান্তির বার্তা দিয়ে নবনির্বাচিত পোপ জানান, “এটা যুদ্ধের সময় নয়। বিশ্বের সব শক্তিশালী দেশের উচিত শান্তির লক্ষ্যে কাজ করা। যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক পথে সমস্যার সমাধান সম্ভব। সেই পথে হেঁটেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা উচিত আমাদের।”
ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়ে লিও বলেন, ”ভারত ও পাকিস্তান দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে হয়েছে শুনে খুশি হয়েছি। এটা অত্যন্ত সদর্থক পদক্ষেপ। আশা করব আলোচনার মাধ্যমে তারা তাদের আঞ্চলিক সমস্যার স্থায়ী সমাধান খুঁজে নেবে।” তিন দিন আগে পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচিত হয়েছেন রবার্ট প্রিভোস্ট। প্রথম মার্কিন নাগরিক হিসেবে পোপ হওয়ার নজির গড়েছেন তিনি। পোপ নির্বাচিত হওয়ার পর তাঁর নতুন পরিচয় হয়েছে চতুর্দশ লিও।