আমুদরিয়া নিউজ : পোপ নির্বাচিত হওয়ার পরে প্রথম তুরস্ক সফরে গিয়ে ইস্তাম্বুলের ব্লু মস্ক বা নীল মসজিদ পরিদর্শন করেছেন পোপ লিও চতুর্দশ। সেখানকার শীর্ষ মুসলিম নেতাদের সঙ্গে তিনি মসজিদ ঘুরে দেখেন। সম্মান প্রদর্শনের অংশ হিসেবে জুতো খুলে মসজিদ ঘুরে দেখেন তিনি। তবে পোপ সেখানে কোনও প্রার্থনা করেননি।