আমুদরিয়া নিউজ : এক তরুণীকে জলের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আচ্ছন্ন করে ধর্ষণের অভিযোগে এক পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে।। কাটোয়া থানার পুলিশ তাঁকে ধরেছে। অভিযোগকারিণী কাটোয়া থানা এলাকার বাসিন্দা। তাঁদের দুজনের আলাপ ফেসবুকে। সেই সুবাদে ফ্রেন্ডশিপ। তার পরে দেখাশোনা হওয়া দিয়ে শুরু। এর পরে বিয়ের টোপ দিয়ে ওই তরুণীকে ঘুমের ওষুধ মেশানো জল খাইয়ে একটি লজে নিয়ে গিয়ে ধর্ষম করে। তরুণী রক্তাক্ত হলে তাঁকে একটি নার্সিংহোমে ভর্তি করে পালায় পুলিশ কনস্টেবল। তাঁর নাম জাহাঙ্গির শেখ। তিনি শিলিগুড়ির কাছে ডাবগ্রামের পুলিশ ব্যাটেলিয়নে কর্মরত। বর্তমানে সামশেরগঞ্জে ডেপুটেশনে ছিলেন। আদালত তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে।