আমুদরিয়া নিউজ : ছট পুজোর জন্য তৈরি করা অস্থায়ী ঘাট ভেঙে ফেলায় ক্ষোভ কোচবিহারে। শনিবার রাতে কোচবিহার শহরের সাগরদিঘির পাড়ে তৈরি করা ছট পুজোর ঘাট ভেঙে দেয় পুলিশ। রবিবার সকালে সেই খবর চাউর হতেই সেখানে এসে ক্ষোভে ফেটে পড়েন ছট ব্রতী পূণ্যার্থীরা। তাদের অভিযোগ, কোনো কিছু না জানিয়ে আলোচনা ছাড়াই তাদের তৈরি করা অস্থায়ী ঘাট ভেঙে ফেলা হয়েছে।
গ্রীন ট্রাইব্যুনালের কারণ দেখিয়ে পুলিশ এই কাজ করেছে। তাদের পুজোর সময়ই যতসব নিয়ম। সারা বছর এই দিঘিতে স্নান করছে, কখনও কাপড় ধুচছে। এই এলাকায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকছে, হর্ণ বাজাচ্ছে। আর তারা পুজো করলেই যত অসুবিধা। প্রশাসন যাতে অন্যত্র পুজোর ব্যবস্থা করেন এবং এর ফলে তাদের আর্থিক ক্ষতি হল সেই ক্ষতিপূরণ দেওয়ায় দাবি জানিয়েছেন।