আমুদরিয়া নিউজঃ আসন্ন কালীপুজো ও ছট্ পুজোতে শব্দ দূষণ রুখতে তৎপর কোচবিহার জেলা পুলিশ। সেই কারণে কোচবিহার কোতওয়ালী থানার পক্ষ থেকে চলছে অভিযান, নাকা চেকিং। গোপন সূত্রে খবর পেয়ে কোতওয়ালী থানার টাউন বাবুর নেতৃত্বে অভিযান চালিয়ে গত কয়েক দিনে ২২৮ প্যাকেট অবৈধ শব্দ বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
তার মধ্যে ৬০ প্যাকেট চকলেট বোম, ৬৭ প্যাকেট লঙ্কা বোম সহ আরও বিভিন্ন ধরনের শব্দ বাজি রয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, অবৈধ বাজি রুখতে অভিযান চালানো হচ্ছে। যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। সবাই সবুজ বাজি পোড়ান। জেলা জুড়ে সবুজ বাজির মেলা হচ্ছে। শব্দ ও বায়ু দূষণ আটকাতে অভিযান ও নাকা তল্লাশি চালানো হচ্ছে।