আমুদরিয়া নিউজ: আগামী সপ্তাহে ব্রিটেন এবং মলদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত চার দিনে দুই দেশে সফর করবেন প্রধানমন্ত্রী। ২৩ তারিখ, বুধবার তিনি উড়ে যাবেন ব্রিটেনের উদ্দেশে। সেখানে মুক্ত বাণিজ্যচুক্তিতে (এফটিএ) স্বাক্ষর করবেন। এই চুক্তি হলে একাধিক পণ্যে কমবে শুল্ক। একই সঙ্গে, ব্রিটিশ হুইস্কি, গাড়ি এবং অন্যান্য পণ্য ভারতে আমদানি সহজ হবে। ২৫ তারিখ ব্রিটেন থেকে মলদ্বীপে যাবেন মোদি। সেখানকার ৬০তম জাতীয় দিবস (ন্যাশনাল ডে) উদ্যাপনের প্রধান অতিথি হিসাবে থাকবেন তিনি। প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর এই প্রথম সে দেশে যাচ্ছেন মোদি। ভারত এবং মলদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এই সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে।
