আমুদরিয়া নিউজ: সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, রাত ৮টায় দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি। এই খবর জানার পর দেশবাসীর কৌতূহল তুঙ্গে। কী নিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী? প্রসঙ্গত, ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর এই প্রথম প্রকাশ্যে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী মোদী। তাই মনে করা হচ্ছে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বলতে পারেন তিনি। আবার সন্ত্রাসের বিরুদ্ধে বড়সড় কোনও পদক্ষেপের ঘোষণাও করতে পারেন মোদি। তাই রাত ৮টায় কী বলেন মোদি মুখিয়ে গোটা দেশ।
