আমুদরিয়া নিউজ: দীপাবলিতে দেশবাসীকে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে তিনি তুলে ধরেছেন ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য থেকে শুরু করে মাওবাদী দমন, দেশীয় পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির কথা। দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শুরু করেন মোদী। অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর এটা দ্বিতীয় দীপাবলি। সেই কথা স্মরণ করে মোদী লেখেন, ‘‘অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সাহস জোগান ভগবান রাম। তারই জীবন্ত উদাহরণ পেয়েছি সিঁদুর অভিযানের সময়। ভারত সে সময় অন্যায়ের প্রতিশোধ নিয়েছে।’’ এছাড়াও এবছরের দীপাবলি কেন ‘বিশেষ’, চিঠিতে তার ব্যাখ্যাও করেছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “এই প্রথমবার দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলেও দীপাবলি পালন হচ্ছে। দ্বীপ জ্বলেছে। আর এই এলাকাগুলি থেকেই নকশালবাদ নির্মূল করা হয়েছে।” তিনি আরও লেখেন, “সাম্প্রতিক সময়ে আমরা অনেককে হিংসার পথ থেকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে সফল হয়েছি। তাঁরা দেশের সংবিধানের প্রতি আস্থা প্রকাশ দেখিয়েছেন। এটি গোটা দেশের একটা বড় বিষয়।” চিঠিতে মোদী কেন্দ্রের সাম্প্রতিক উদ্যোগ ‘জিএসটি সাশ্রয় উৎসব’-এর কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, ‘‘এই উৎসবের মাধ্যমে দেশবাসী হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করেছেন।’’ পাশাপাশি দেশীয় পণ্য গ্রহণ করার ব্যাপারেও ভারতবাসীর আরও উৎসাহী হওয়ার প্রয়োজন বলেও দাবি করেছেন তিনি।