আমুদরিয়া নিউজ: গত কয়েক সপ্তাহে মোট চারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন। কিন্তু মোদি ফোন তোলেননি। এমনটাই দাবি করা হয়েছে জার্মান সংবাদপত্র ‘ফ্রাঙ্কফুর্টার অলজেমাইন’-এ। জার্মান সংবাদপত্রটির দাবি, ট্রাম্পের উপরে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী মোদী। ক্ষোভের কারণ ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা। ব্রাজিল ছাড়া বিশ্বের অন্য কোনও দেশের উপরে ট্রাম্প প্রশাসন এত চড়া শুল্ক আরোপ করেনি। সেই সঙ্গে ট্রাম্পের বারবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করা। যদিও এই দাবি প্রথম থেকেই নয়াদিল্লি উড়িয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ফোনে কথা বললে মোদীর সঙ্গে কথোপকথন নিয়ে ট্রাম্প আবার যদি কোনও ‘ভুল ব্যাখ্যা’ করেন, সেই আশঙ্কায় তাঁর ফোন ধরতে চাইছেন না প্রধানমন্ত্রী। তবে কারণ যাই হোক জার্মানির সংবাদমাধ্যমের দাবি ঘিরে আমেরিকা এবং ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
