আমুদরিয়া নিউজ: চার দশক পর কোনও ভারতীয় ফের একবার মহাকাশে গিয়েছেন। শনিবার বিকালে ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মুহূর্তের ছবি এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রীর দফতরের তরফে লেখা হয়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে কথা বলেছেন।’ শুভাংশুকে প্রধানমন্ত্রীর বার্তা, ভারত থেকে দূরে কিন্তু ভারতীয়দের হৃদয়ে রয়েছেন আপনি। আপনার নামের মধ্যে শুভ আছে, আপনার যাত্রা একটি যুগের শুভারম্ভ। পালটা মাতৃভূমির প্রতি কৃতজ্ঞতা জানালেন গ্রুপ ক্যাপ্টেন। শুভাংশু বলেন, “এই যাত্রা কেবল আমার একার নয়, গোটা দেশেরও। আজকের ভারত আপনার নেতৃত্বে স্বপ্নপূরণের অসংখ্য সুযোগ পাচ্ছে।” কথোপকথনে ভারতীয় নভশ্চর জানান, আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ২৪ ঘণ্টায় ১৬ বার সূর্যোদয় এবং ১৬ সূর্যাস্ত দেখছেন তাঁরা।
