আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার ৫৫ বছরে পা রাখলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, “লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা। ওঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।” শেষবার ২০১৭ সালে অর্থাৎ আট বছর আগে রাহুল গান্ধীর জন্মদিনে প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এছাড়াওপ্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও সোশ্যাল মিডিয়ায় সোনিয়া পুত্রকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে রাহুলের জন্মদিন উপলক্ষে ভারতীয় যুব কংগ্রেসের তরফে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিল্লিতে আয়োজিত হয়েছে একটি চাকরি মেলা। সংগঠনের দাবি, এই মেলার মাধ্যমে ৫ হাজারেরও বেশি চাকরির সুযোগ মিলবে।