আমুদরিয়া নিউজ: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন। বিশেষ এই দিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছায় ভরালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শাসকদলের নেতৃত্ব সহ বিরোধী দলের নেতারাও। এদিন সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার আসাধারণ নেতৃত্বে আপনি এই জাতিকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যান।’ শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরাও অভিনন্দন জানিয়েছেন মোদিকে। বাদ যায়নি বলিউডও৷ তাঁর বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন মুকেশ ঋষি থেকে নাগার্জুনা, কঙ্গনা রানাওয়াত, হেমা মালিনী, জ্যাকি শ্রফ, সনু সুদ, পরেশ রাওয়াল-সহ আরও অনেক তারকা ৷
